
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জার্নালআই২৪ ডট কম এর বার্তা সম্পাদক জয় মহন্ত অলকের উপর পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদর থানায়। দুটি মিথ্যা মামলার প্রত্যাহার এবং বাদী-সাক্ষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের গোবিন্দনগর মন্দির পাড়া পোর্টাল টির নিজস্ব কার্যালয়ে সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অনলাইন পোর্টাল টির প্রকাশক স্বপন দাস, ভারপ্রাপ্ত সম্পাদক ফরীদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সেই সাথে স্থানীয় সাধারণ মানুষেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাদী-সাক্ষীদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার দাবি জানান সমাধান না হলে। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।