
সম্পাদকীয়:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সময়ের গর্জন পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পন ও দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।রবিবার ২৫ শে অক্টোবর সকাল ১১:০০ টায় কেক কেটে রানীশংকৈল প্রেসক্লাবে অনুষ্ঠানটি পালিত হয়।
>রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ সরকারের সভাপতিত্বে ও সময়ের গর্জন পত্রিকার বিশেষ প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাণীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কানন, রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।অনুষ্ঠানে বক্তারা সময়ের গর্জন পত্রিকার সাফল্য এবং শুভ কামনা করেন এবং সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ ভাবে ভাবে কাজ করার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কানন, অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, তদন্ত ওসি আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ হিল বাকী, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তাহের,বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, মুক্তবাংলা টিভির প্রতিষ্ঠাতা সোহাগ আলী, ডিরেক্টর বাপ্পি,সাংবাদিক বিজয় রায়, সাংবাদিক আজাদ,সাংবাদিক নাজমুল হাসান, বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাঙ্ক এন্ড দারিদ্র ফ্রান্ডের রানীশংকৈল উপজেলা শাখার সভাপতি হারুন সরকার।উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন, সময়ের গর্জন পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল্লাহ্ আল নোমান।