Monday, 17 March 2025, 4:30:56 am

Subscribe our Channel

জাপানে কর্মি পাঠাতে প্রতিনিধিত্ব পেল গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার

মারুফ সরকার,ঢাকা : গত শনিবার(২৫/০৬/২২ইং) মহাখালিতে জাপানে কর্মি পাঠানোর জন্য এক নিয়োগ পত্র দানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি লি: ও গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বর্তমান জাপানে কর্মি পাঠানোর বিষয় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন- মানব সম্পদ রপ্তানীতে রিক্রুটিং এজেন্সিগুলো ভূমিকা রাখবে ও বাংলাদেশের কল্যান বয়ে আনবে এতে কোন সন্দেহ নেই। পরবর্তিতে জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি লি:, গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টারকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দেন। যা জাপানে কর্মি পাঠানোর পথ অনেকটা সুগম হবে বলে বক্তারা মনে করেন। জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি লি:-এর পক্ষে মো: আমিনুল ইসলাম ও গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষে মো: মাহফুজার রহমান সাক্ষর করেন। নিয়োগ পত্রে অনেক কিছুই উল্লেখ আছে যা উভয় পক্ষই মেনে চলবে বলে সবাই আশাবাদী। পরিশেষে স্বাক্ষরকারীগণ ফটো সেশনে অংশগ্রহণ করেন ও অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *