
কাউসার কবির সৌরভ, নিজস্ব প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার দোয়া ও মিলাদ মাহফিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে রোববার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ডি,এন, ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অধৃষ্য ক্লাবের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে অধৃষ্য ক্লাবের সভাপতি মোঃ রাসেদ খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাকিউর রহমান লিপন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ মেহেদী হাসান ডরিন ও কার্যনির্বাহী সংসদের নেতারা। এসময় উপস্থিত ছিলেন, অধৃষ্য ক্লাবের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত মোনাজাতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্যান্য সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া তার পরিবার পরিজনসহ দেশবাসীর জন্য মঙ্গল কামনা করা হয়।