
আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের কার্যক্রম বিকাল ৩টায় শুরু হয়ে রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত চলে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল গফুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মোঃ আনোয়ার সাদাত সম্রাট জেলা কৃষক লীগ সদস্য অ্যাডঃ আ.ফ.ম আহসানুল কবির ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সদস্য মোঃ লুৎফর বারী ওসমানী, কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য মোঃ আরমুনুল হক পার্থ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বিপেন চন্দ্র রায় ও জেলা মহিলা আওয়ামী লেিগর সভানেত্রী মোছাঃ রেজিয়া ইসলাম। সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ আজিজার রহমান আজু সদস্য সচিব মোঃ মাসুদ করিম ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ তারিন। দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান গোলাপ কে সভাপতি এবং মোঃ জয়নুল হক কহিনুরকে সাধারণ সম্পাদক পদ দিয়ে নাম ঘোষনা দিয়ে আগামী তিন বছরের জন্য দায়িত্ব অর্পণ করা হয়।