Subscribe our Channel

গুলিস্তানে এবার মনজিল  পরিবহনের চাপায় ১ যুবক নিহত  চালক আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে মনজিল পরিবহনের একটি বাসের চাপায়  মো.  জাহাঙ্গীর মাতব্বর  (৩৬)  নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আল আমিন নামে ওই বাসের চালককে গ্রেফতার করেছে র‌্যাব-৩।রোববার  (৩ জুলাই)  রাতে মুন্সিগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ এর সহকারী পরিচালক পুলিশ সুপার বীণা  রানী দাস  পীরগঞ্জ  নিউজ এক্সপ্রেসকে এ তথ্য জানান।তিনি বলেন, সম্প্রতি রাজধানীর গুলিস্তানে প্রতিযোগিতামূলকভাবে বাস  চালিয়ে মনজিল এক্সপ্রেস পরিবহনের দুই বাসের চাপায় একজন নিহত হন। এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে  ঘাতক  বাসচালক  আল আমিনকে  গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার বীণা রানী দাস বলেন,  এ বিষয়ে সোমবার  (৪ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব  মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *