
সহকারী বিচারকদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, শেখ হাসিনার আমলে কোনো গুম-খুন হয়নি। তাদের (বিএনপি) সময় হতে পারে। কিন্তু এখন আছে কী না সেটা তো আপনারাই (গণমাধ্যমকর্মী) বিচার করতে পারেন।সোমবার (১০ অক্টোবর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী বিচারকদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে এক সাংবাদিকের মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী এমন মন্তব্য করেন।বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন সচিব গোলাম সারওয়ার।
এ সময় একজন সাংবাদিক বলেন, আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পুরোনো একটি প্রতিবেদন নিয়ে কথা বলেছেন। যেখানে বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র নেই, গুম-খুন হচ্ছে।এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশের নাগরিক।
আপনাদের সংবাদমাধ্যমে কর্মরত সবাই সব সংবাদ নিজেরা দেখছেন, পাচ্ছেন। আমি উলটো প্রশ্ন করবো, এখন বাংলাদেশে কোনো গুম-খুন আছে?‘আমি যেটা মনে করি, আমি যেটা বিশ্বাস করি, সেটা হলো- অন্তত শেখ হাসিনার আমলে কোনো গুম-খুন হয়নি।’