
মুহম্মদ তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক পঞ্চগড় :
গম আবাদের জন্য জমি তৈরি করছেন কৃষক। জমিতে জৈব সার হিসেবে পশুর গোবর ব্যবহার প্রাচীন।
জানা গেছে, গোবরকে মাটির প্রাণ বলা হয় তাই গোবর ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করে।
বাড়ি থেকে ভাঁড়ে করে গোবর নিয়ে জমিতে যাচ্ছেন পঞ্চগড় সদর উপজেলাধীন সাতমেড়া ইউপি’র কামাড়পাড়া গ্রামের চৈতু নামের কৃষক ।