Subscribe our Channel

খেলতে পারবেন শান মাসুদ? কী জানালেন বাবর?

খেলাধুলা প্রতিবেদক : দু’দিন আগে অনুশীলনে হঠাৎ বলের আঘাত, শান মাসুদকে নিতে হয়েছে হাসপাতালে। ভারতের বিপক্ষে খেলতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছিল। অবশেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, সব টেস্ট ক্লিয়ার। শান মাসুদ পুরোপুরি ফিটও এবং ভারতের বিপক্ষে একাদশে থাকার জন্যও প্রস্তুত তিনি।তবে শান মাসুদের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারলেও আরেক তারকা ব্যাটার ফাখর জামানকে নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি তিনি। এমনকি জানিয়েছেন, ভারতের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।মূলত চোট সারেনি এখনও তার। যে কারণে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন ফাখর জামান। বাবর আজম আজ জানিয়েছেন, ফখরকে পাওয়া যাবে না। কারণ তিনি পুরো ফিট নন।২৩ অক্টোবর, রোববার ভারত-পাকিস্তান মহারণ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে। এই ম্যাচকে সামনে রেখেই মিডিয়ার মুখোমুখি হন পাকিস্তান অধিনায়ক। সেখানেই দুই ক্রিকেটার সম্পর্কে আপডেট জানান তিনি।বাবর বলেছেন, ‘ফাখর জামানের রিহ্যাব ভালোভাবে চলছে। তবে তিনি পুরোপুরি ফিট নন এবং ভারতের বিপক্ষে ম্যাচের জন্য পাওয়া যাবে না।’ফাখরকে পাওয়া না গেলেও বাবর জানিয়েছেন, শান মাসুদকে পাওয়া যাবে। পাক অধিনায়ক বলেছেন, ‘শান মাসুদ ভালো আছেন এবং চোট থেকে সেরে উঠেছেন।

প্রয়োজনে তিনি আগামীকালের (ভারতের বিরুদ্ধে ম্যাচ) ম্যাচের জন্য প্রস্তুত। তবে আমরা এখনও আমাদের চূড়ান্ত স্কোয়াড বাছাই করিনি।’পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতমাসে জানিয়েছিল যে, দুবাইয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ফিল্ডিং করার সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন ফাখর জামান। এখনও সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। জামানের জায়গায় ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলবেন সম্ভবত বাঁ-হাতি ব্যাটার শান মাসুদ।প্রসঙ্গত, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল গত বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। এরপর ফের তারা ২বার এশিয়া কাপে মুখোমুখি হয়।

যেখান গ্রুপ লিগে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সুপার ফোরে আবার পাকিস্তানের মুখোমুখি হয়ে হারতে হয়েছে রোহিত শর্মাদের। এমন পরিস্থিতিতে রবিবারের হাইভোল্টেজ ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে দু’দলের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *