
খেলাধুলা প্রতিবেদক : বিশ্বের সকল ফুটবলারদের জন্য এটি একটি স্বপ্নের বিষয় ইউরোপের বড় বড় ক্লাবে খেলতে পেড়ে। সুতরাং সেটি যদি হয়ে থাকে স্প্যানিশ ক্লাবের রিয়াল মাদ্রিদ, সে জন্য তো এটি একটি সোনায় সোহাগা। তবে ফ্রান্সের সেই ১৭ বছর বয়সী উদীয়মান এক তারকা ফুটবলার এডুয়ার্সো কামাভিঙ্গা খানিকটা ব্যতিক্রমী।
দেশটির নতুন মৌসুমের গত শতাব্দীতে সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রস্তাবটি পেয়েও ,কামাভিঙ্গা সেই প্রস্তাবটিকে না করে দিলেন । জানালেন ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজস্ব ক্লাব রেনেতেই তিনি থাকতে চাইলেন। দেশটির রিয়ালের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েও কোনো আফসোস নেই তার।