Subscribe our Channel

ঐতিহাসিক ৭ই মার্চ পালনসহ পতাকা উত্তোলিত হয়নি

তেঁতুলিয়ায় ভজনপুর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালনসহ পতাকা উত্তোলিত হয়নি

 

মুহম্মদ তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধঃ

পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালনসহ পতাকা উত্তোলিত করা হয়নি। রোববার (৭ই মার্চ ২০২১) সকাল ১১ ঘটিকায় দেখা মিলে প্রতিষ্ঠানের এই চিত্রটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর স্মরণে ঐতিহাসিক ৭ই মার্চের নিয়মনীতি মেনে পতাকা উত্তোলিত করা হলে একমাত্র ভজনপুর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজটিতে পতাকা উত্তোলন করা হয়নি।

এর আগে ২০২০ সালের ১৫ নভেম্বর সকাল ১১টায় কলেজে গিয়ে দেখা মিলেনি জাতীয় পতাকা উত্তোলন। অফিসের দরজা তালাবদ্ধ, ছিলনা কোন শিক্ষক। জানাগেছে, কলেজটি এমপিও ভুক্তির আগে তেমন কোন ছাত্র/ছাত্রী ছিলনা। কলেজটি এমপিও ভুক্ত করার জন্য ছলছাতুরীর মাধ্যমে পাসের হার দেখিয়ে এবং ছাত্র/ছাত্রীর উপস্থিতি বানিয়ে এমপিওভুক্তির তালিকায় আনা হয়েছে। সে নিয়ে জাতীয় দৈনিক আইন বার্তা ও প্রতিদিনের বার্তায় “তেঁতুলিয়ায় নতুন এমপিও ভুক্ত বিএম কলেজে নিরবে চলছে জালজালিয়াতি ও অনিয়ম” শিরোনাম প্রকাশ হয়। প্রতিষ্ঠানের জমিদাতা দাবিদার সাবেক সদস্য আব্দুর রাজ্জাক প্রধান জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ান প্রতিষ্ঠানে আসেন না, বাড়িতে বসেই অফিসের কার্যক্রম করেন। আজকে ঐতিহাসিক ৭ই মার্চেও তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন এটা ঠিক নয় জানান তিনি। প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাবাসি সূত্রে জানাযায়, প্রতিষ্ঠানটি সব সময় বন্ধ থাকেন হঠাৎ নিযুক্ত পিয়ন কোন কোন দিন পতাকা উত্তোলন করলে খোলা থাকেনা প্রতিষ্ঠান। করোনা কালীন বন্ধের পর স্কুলে ক্লাস নেয়া বন্ধে অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশনা থাকলেও সে নিয়ম মানেননি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ান। এ বিষয়ে অধ্যক্ষ আবু সুফিয়ানকে মুঠোফোনে ফোন দিলে জানান, তিনি ঢাকায় অবস্থানরত আছেন। আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পালনসহ পতাকা উত্তোলন করা হয়নি কেন? জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমি কোন চিঠি পায়নি এবং করোনার জন্যে প্রতিষ্ঠান বন্ধ রাখেন। সকল প্রতিষ্ঠানে ৭ই মার্চ পালন করা হলে আপনার প্রতিষ্ঠানেই বন্ধ রাখা হয়েছে প্রশ্নে তিনি রেগে যায় এবং বলেন আপনি কোন করতে পারলে করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, অধ্যক্ষ আমাদের কোন স্টাফকে ৭ই মার্চ পালন বিষয়ে কোন কিছুই বলেননি। তাই তাঁরা ৭ই মার্চ পালন করতে পারেনি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতার্ (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা ঐতিহাসিক ৭ই মার্চ পালনসহ পতাকা উত্তোলন করা হয়নি কেন বিষয়টি দেখবেন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *