Subscribe our Channel

বিনোদন প্রতিবেদক :

এবারের  ২০১৯ ইং সালের কে হবেন সেই সেরা নায়ক ও নায়িকা?

এমনকি সেরা পরিচালকের পুরস্কারটি কািইবা হাতে উঠবে সেই স্বীকৃতিটি ? তথাকথিত সেই সেরা ছবির স্বীকৃতিটি হয়তোবা  কোন ছবির ভাগ্যে আছে ? সর্বপরি এসকল সবাকছুর প্রশ্নের উত্তর গুলো অবশেষে  সামনে চলে এলা ।নারগিস আকতার ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য পুরস্কার জিতে নিলেন।

National Award 01

এসময় তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যানতে পারা গেলে এ বছরের  ২০১৯ ইং সালে সর্বমোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।  এতে সেরা ছবিটি  দ্বৈত ভাবে পুরস্কার ঘরে তুললেন ‘ন ডরা ‘ এবং ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা। ‘ন ডরাই’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছে তানিম রহমান অংশু।

National Award 02

শিগগিরই খুব অল্প সময়েই  আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *