Subscribe our Channel

এবার বিশ্বকাপ বাছাই পর্বে ঘোষিত দলটির নাম ব্রাজিল

খেলাধুলা প্রতিবেদক : বিশ্বে এবার মহামারি করোনার কারণে  ৭ টি মাসে পিছিয়ে গেল  আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের সূচি পএটি। সব কিছু  ঠিক থাকলেও যেটি হবার কথা ছিল গত মার্চে, সেটি এখন বরিবর্তনের সূচিতে শুরু হবে আগামী মাসে।

তবে অক্টোবরের ৮ তারিখে বলিভিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার লড়াইটি এবার শুরু করবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।  এমন কি অঅরো ৫ দিন পর  পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল । এমনকি এবারকার সূচি পএতে এই ২ টি ম্যাচই রয়েছে ব্রাজিল ।

 এবার বিশ্বকাপের বাছাই করা ব্রাজিল দলটি

গোলরক্ষকে যারা থাকছেন :সান্তোস (ক্লাব অ্যাথলেটিকো), ওয়েভারটন (পালমেইরাস), অ্যালিসন বেকার (লিভারপুল) ।

ডিফেন্ডার যারা থাকছেন:  গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস),  দানিলো (জুভেন্টাস), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ),রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো),থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহুইস (পিএসজি) ।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল) এবং রিচার্লিসন (এভারটন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *