Subscribe our Channel

এবার বাংলাদেশ ত্যাগ করলেন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল

নিজস্ব প্রতিবেদক : এবার বাংলাদেশ ত্যাগ করে সিঙ্গাপুরের উদ্দ্যেশ্যে রওনা দিলেন আন্তর্জাতিক একজন খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী  এমনকি গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট উদ্ভাবক দলটির প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।আজ ২০ সেপ্টেম্বর ভোর ৪:১৫ টার সময় পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস কে বিজ্ঞানী ড. বিজন কুমার শীল জানালেন , এ সময় তিনি  বিমানবন্দরে অবস্থান করছে এবং তিনি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন।বিজ্ঞানী ড. বিজন কুমার শীল  সিঙ্গাপুর হতে ওয়ার্ক পারমিটে বাংলাদেশে  আসেন। বিজ্ঞানী ড. বিজন কুমার শীল গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান হিসেবে শিক্ষকতা করছিলেন।  এ সময় মহামারি করোনা সংক্রমণ শুরু হওয়াতে তার পূর্বের সকল অভিজ্ঞতার  আলোকে তিনি সেটি শনাক্ত করনে অ্যান্টিজেন্ট  এবং অ্যান্টিবডি কিটের উদ্ভাবন করলেন। সরকার সেটিকে এখনোও  অনুমোদন দেয়নি।তবে গত জুলাইয়ে বিজ্ঞানী ড. বিজন কুমার শীল এর ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয়ে যায় ।  সেই থেকে ওয়ার্ক ভিসাটির জন্য আবেদন সর্তেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো উত্তর পায়নি তিনি। এতে বিজ্ঞানী ড. বিজন কুমার শীল  কাজ করতে না পারায়, বাধ্য হয়ে দেশ ছাড়লেন । সেুতরাং তিনি আরো আশ্বাস দিয়ে বলেছেন তিনি যদি ওয়ার্ক ভিসার অনুমতি পায় ফের বাংলাদেশের কাজে  ফিরে আসবেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *