
খেলাধুলা প্রতিবেদক : এ বছরের মহামারি সময়ে নভেম্বরের ১৩এবং ১৭ তারিখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এমনকি নেপালের মধ্যে যে দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে তা দেখার জন্য গ্যালারিভর্তি কোন দর্শকই থাকা নিষেধ । এটা ফিফার কোনো নির্দেশনা নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনই ম্যাচ দু্ইটি দেখার জন্য গ্যালারিতে প্রবেশের সুযোগ দেবে সীমিত সংখ্যক দর্শককে। মহামারি সময়ে সরকারের স্বাস্থ্যবিধির যে নির্দেশনা রয়েছে এটি অবশ্যই মেনেই ম্যাচ দুইটি আয়োজন করবেন বাফুফে। সকলেই খেলা দেখার সুযোগ না পাওয়াটা সেটি দর্শকদের জন্য বড় একটি দুঃসংবাদ।
এসময় (বাফুফে) এর সাধারণ সম্পাদক মো:আবু নাইম সোহাগ জানালেন, গ্যালারিটি শূন্য থাকবে নাকি পূর্ণ থাকবে সেটি নিয়ে ফিফার কোনো নিদের্শনা নেই। তবে তাদের নির্দেশনাটি – সংশ্লিষ্ট দেশ তাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিবেন। এসময়ে আমরা এখনো ঠিক করিনি ম্যাচটিতে কত দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে এটা ঠিক-আমরা দর্শকশূন্যও রাখবো না, আবার গ্যালারি পূর্ণও করবো না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত দর্শককে টিকিট দেয়া হবে।