Subscribe our Channel

এখন থেকে আইপি টিভি এবং ইউটিউবে সংবাদ প্রচার হবে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে এবার  আইপি টিভি  এবং ইউটিউব চ্যানেল গুলো সাধারণ টেলিভিশন চ্যানেলের মতো সংবাদ পরিবেশন করতে পারবে না । জানালেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ ১৫ অক্টোবর  সচিবালয় এর গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানালেন ।

‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী জানালেন, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে , আইপি টিভি  এবং ইউটিউব চ্যানেল সাধারণ টেলিভিশন চ্যানেলের মতো সংবাদ পরিবেশন করতে পারবে না।  এসময় সেগুলো শুধু বিনোদন চ্যানেল হিসেবে কাজ করতে পারবে।

তিনি আরো জানালেন , তারা আইপি টিভি ও ইউটিউব চ্যানেলগুলোর নিবন্ধনের জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে আবেদন চেয়েছেন। বর্তমানে সেগুলো প্রাথমিক তদন্তের কাজ চলছে। তদন্ত শেষে হওয়ার পর এসব আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলকে নিবন্ধন দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *