Monday, 17 March 2025, 6:51:10 am

Subscribe our Channel

ঈদে গান ও নাটক নিয়ে হাজির অনুরূপ আইচ

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ প্রতিবারের মতো এই ঈদে একাধিক গান ও নাটক উপহার দিচ্ছেন। এটা তার ভক্তদের জন্য বড় সুখবর।অনুরূপ আইচের গানগুলো গেয়েছেন আরফিন রুমি, নিশ্চুপ বৃষ্টি, এস এম সোহেল, শায়লা শারমিন পলি, সানি আজাদ, খন্দকার বাপ্পি, প্রমিত কুমার, ডিজে নিলয় খান সাগর ও রাইসা খান।

অনুরূপ আইচের লেখা টেলিফিল্ম ‘ভাই’ এনটিভিতে প্রচার হবে ঈদের অনুষ্ঠানমালায়। এই টেলিফিল্মের থিম সং গাইবেন সোহেল মেহেদী। এছাড়া তার লেখা আরও দুটি চ্যানেলে প্রচারিত হবে দুটি নাটক।

একটির নাম ‘উকুন’ ও আরেকটির নাম ‘পৃথক পৃথিবী’।এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ঈদ উপলক্ষে প্রকাশ পাওয়া আমার লেখা গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হবে। টেলিফিল্ম ও নাটকগুলো উপভোগ্য হবে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *