Subscribe our Channel

ঈদের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও রেশন চালুর দাবিতে ঝিনাইদহে ট্রেড ইউনিয়ন সংঘ’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঈদের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও রেশন চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ট্রেড ইউনিয়ন সংঘ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম শাহ, সাধারণ সম্পাদক মানরেন্দ দাস মিন্টু, কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা, করোনা মহামারির কারণে অসহায় হয়ে পড়া শ্রমিক-কর্মচারীদের ঈদের আগেই বোনাস ও পরবর্তী সময়ে রেশন পদ্ধতি চালুর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *