
আন্তর্জাতিক ডেক্স : ইংল্যান্ডের দেশটিতে লকডাউনের ৬ মাস পরে স্কুলে গেল শিশুরা। লাখো শিশু ফের স্কুলে যেতে শুরু করলেন। মহামারির করোনার কারণে বহু দিন ধরে ইংল্যান্ডের স্কুলগুলো বন্ধ রাখা হয়।
তবে স্কুলগওলোর অবস্থা আগের ন্যায় থাকবে না।সকল দৃশ্যই বদলে গেছে । শিশুরা আগের মতই এক সাথে বসতে পারবে না। তাদের সকলের মধ্যেই দূরত্ব থাকবে।