
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স : আমাদের প্রিয় শহরের সড়কগুলো নিরাপদ হোক। এই দাবিতে র্যালী ও মানববন্ধন কর্মসূচি ও সচেতন অভিভাবক ও শিক্ষার্থীসমাজ কতৃক ৬ দফা দাবি সমূহের সাথে একমত পোষণ করছি। ১। পীরগঞ্জ পৌরশহরের প্রধান সড়কের প্রসস্ততা, মূল সড়ক ও পকেট সড়কের ফুটপাত দখল মুক্ত ও সীমানা নির্ধারণ চাই।
২। পৌর শহরের দুই গুরুত্বপূর্ণ চৌরাস্তায় ট্রাফিক বক্স ও ট্রাফিক পুলিশ নিয়োগ চাই। ৩। অটো সিএনজি ও বিভিন্ন ব্যাটারিচালিত যানবাহন বিশৃঙ্খল ভাবে যাত্রী উঠানামা বন্ধ করতে হবে। ৪। ঢাকাগামী ও দূরপাল্লার বিভিন্ন যানবাহনের স্টপেজ (কাউন্টার) পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে করতে হবে। ৫। স্কুল ও কলেজ এর সামনে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ করতে হবে। ৬। বিভিন্ন শ্রমিক সংগঠন ও যানবাহনের বিভিন্ন টোল উত্তোলন চৌরাস্তার বাহিরে করতে হবে।
র্যালী ও মানবন্ধন সফল ও সার্থক হোক