
নাজমুল হোসেন (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান কে সামনে ধারণা করে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা আনসার ও ভিডিপি`র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার সকাল সাড়ে ১০ টায় হরিপুর উপজেলা আনসার ও ভিডিপি আয়োজনে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভুমি) রাকিবুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও ভিডিপি বাহিনীর কাজের কর্ম দক্ষতার উপর বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভিএমএস পরিচালক ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট ড.লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী জেলা কমান্ড্যান্ট ফারুক হোসেন,হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, আনসার ও ভিডিপি ব্যাংক কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম, হরিপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ হোসনেয়ারা আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, এসময় উপস্থিত ছিলেন ,আনসার ও ভিডিপি`র বিভিন্ন পদবীর কর্মকর্তা গণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, হরিপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক গিরিশ চন্দ্র রায়।আলোচনা সভা শেষে কর্মদক্ষতার ভিত্তিতে আনসার ও ভিডিপি বাহিনী সদস্যদের মাঝে পুরস্কার স্বরূপ বাইসাইকেল ও ছাতা প্রদান করেন। পরে অসহায় গৃহহীন আনসার সদস্যকে প্রদানকৃত পাকা বাড়ির সামনে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষরোপন করেন ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট (অ: দা:) ড.লুৎফর রহমান।