
আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গিকার-পুলিশ হোক জনতার” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। এসময় ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, রাধানগর ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামন, ইউপি সদস্য মতিয়র রহমান সহ অন্যান্য জনপ্রতিনিধি, কর্মচারী ,পুলিশ সদস্য সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, পুলিশের সেবা অতি সহজে জনগনের দোরগড়ায় পৌছে দিতে ইউনিয়ন পর্যায়ে কার্যালয় উদ্বোধন হলো। প্রতি মঙ্গলবার এ কার্যালয় খোলা থাকবে। জনগণের অভিযোগ এ কার্যালয়ে গ্রহন করা হবে এবং সম্ভব হলে মিমাংসার ব্যবস্থা করা হবে। স্থানীয়ভাবে কোন অভিযোগের সমাধান করলে কোন পক্ষ মিথ্যার আশ্রয় নিতে পারবেন না এবং কেহ মিথ্য স্বাক্ষী দিতে পারবেন না। এতে জনগন হয়রানী ও আর্থিক অপচয় থেকে মুক্তি পাবে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় হবে। প্রতিটি ইউনিয়নের জনগন পুলিশের সঠিক সেবা খুব সহজেই পাবে-ইনশাল্লাহ।