Subscribe our Channel

আটোয়ারীতে দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা
আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুওে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার ৩০টি দুর্গা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভার শুরুতে পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাট করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় অর্ধ শতাধিক নারী-পুরুষ ও শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় কেন্দ্রিয় কমিটির নির্দেশনা মোতাবেক দুর্গাপুজা উদযাপন কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ আটোয়ারী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কাজী হাফিজুল ইসলাম, আটোয়ারী থানা এসআই রাশেদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, নিজ নিজ দুর্গা মন্ডপ নিরাপত্তার স্বার্থে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে।
স্বেচ্ছাসেবক দলের তালিকা মোবাইল নম্বর সহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দিতে হবে। এই দল দশমীর দিন দুর্গা বিসর্জন দেওয়া পর্যন্ত স্বেচ্ছা সেবকের ভুমিকা পালন করবে। দুর্গা মন্ডপ এলাকায় মাদক, জুঁয়া, ইভটিজিং সহ যেকোন অপরাধ সংঘটিত হলে বা হওয়ার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষনিক প্রশাসন অথবা স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে হবে। অপরদিকে পুলিশ ও আনসার বাহিনীর মোবাইল টিম প্রতিটি দুর্গা মন্ডপে টহল দিবেন। নির্ধারিত সময়ের মধ্যে দৃর্গা বিসর্জন দিতে হবে। তিনি উপজেলা পুজা উদযাপন কমিটিকে কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির সিদ্ধান্ত অনুসরন করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *