আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
“ তথ্য পেলে জনগণ-নিশ্চিত হবে সুশাসন” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে তথ্য অধিকার আইন-২০০৯ ও আরটিআই অন লাইন ট্রাকিং সিস্টেম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের নিয়ে ০২ ডিসেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ অনষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক(গ. প্র. প্র.) ড. মোঃ আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সকল ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করার জন্যই তথ্য অধিকার আইন-২০০৯ সৃষ্টি হয়েছে। প্রশিক্ষনের প্রথম পর্বে প্রধান অতিথি প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় পর্বে সহকারী প্রশিক্ষক হিসেবে তথ্য কমিশনের সহকারী প্রোগ্রামার মোঃ তরিকুল ইসলাম প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। সহযোগিতায় ছিলেন, তথ্য কমিশনের এ্যাকাউন্টেন্ট মোঃ কোহিনুর ইসলাম। প্রশিক্ষনে মানবিক সংকটে তথ্য অধিকার, সুশাসন ও এসডিজি অর্জনে তথ্য অধিকার আইনের গুরুত্ব, তথ্য অধিকার আইনের ক্রমবিকাশ, স্ব-প্রনোদিত তথ্য প্রকাশ ও প্রক্রিয়া, তথ্য অধিকার আইনের প্রাধান্য, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারনা সহ তথ্য অধিকার আইন ২০০৯ এর মুল বিষয় সমুহের উপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।