আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
“ ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ সেবা দিবস বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” প্রতিপাদ্য বিষয় নিয়ে এবং ‘মুজিববর্ষের ভালোবাসা, সমাজ সেবায় মুক্তির আশা’ , ‘মুজিববর্ষের বাংলাদেশ, সমাজ সেবায় দারিদ্র শেষ’ স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে শনিবার (০২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। দিবসটির গুরুত্ব সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার বেগম বিলকিস আক্তার জাহান।
স্লোগান ও প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। আলোচনা সভায় উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার চারটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ,শিক্ষক-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।