Subscribe our Channel

আটোয়ারীতে চুরি যাওয়া মোবাইল সেট ঠাকুরগাঁও থেকে উদ্ধার ! পুলিশের প্রশংসা

আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী থেকে চুরি যাওয়া একটি মোবাইল সেট ঠাকুরগাঁও থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফেরত দিয়ে আটোয়ারী থানা পুলিশ প্রশংসিত হয়েছেন। জানাগেছে, প্রায় একমাস আগে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও (রবীন মার্কেট) এলাকার সুধির চন্দ্র বর্মনের পুত্র সন্দীপ চন্দ্র বর্মন( প্রদীপ) এর একটি স্মার্ট মোবাইল ফোন চুরি হয়। চুরি হওয়ার পরেই থানায় বিস্তারিত বিবরণ উল্লেখ করে থানায় একটি জিডি করেন। জিডির সুত্র ধরে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনামুলক পরামর্শ নিয়ে এস আই মোস্তাফিজুর রহমান মোবাইল ফোন উদ্ধারের তৎপরতা চালাতে থাকেন। শেষ পর্যন্ত আটোয়ারী থানা পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে চুরি যাওয়া স্মার্ট ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এসআই মোস্তাফিজুর রহমান জানান, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে প্রায় একমাস উদ্ধার তৎপরতা চালানোর পর ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পলিশের সহযোগিতায় রুহিয়া এলাকা হতে চোরাই স্মার্ট মোবাইল সেটটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, চুরি যাওয়া মোবাইল সেটটি উদ্ধার করে আজ ( ৩০ সেপ্টেম্বর) প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পেরে আমি খুব আনন্দ পেলাম। মোবাইল সেটের মালিক সন্দিপ চন্দ্র বর্মন (প্রদীপ) বলেন, মোবাইল সেট চুরি যাওয়ার পর ভেবেছিলাম, ওই সেট আর কোনদিন ফিরে পাবনা। আটোয়ারী থানা পুলিশ তাদের কৌশলী বুদ্ধি খাটিয়ে আমার মোবাইল সেট উদ্ধার করেছেন এবং আমাকে বাড়ি থেকে ডেকে এনে আজ আমার হাতে ফোনটি তুলে দিলেন। আমি মোবাইল সেট হাতে পেয়ে হতবাক হয়ে গেলাম। আটোয়ারী থানা পুলিশকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই। তারা নিশ্চয়ই প্রশংসার দাবীদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *