
আব্দুল করিম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার( ২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সভায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন কালে স্বাস্থ্য বিধি মেনে এবং নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ মসজিদে ঈদ-উল-আযহার নামাজ জামাতের সহিত আদায়,প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত করা, শিশু , বৃদ্ধ ও অসুস্থ্য ব্যক্তিকে ঈদ জামাতে হাজির না করা, নির্ধারিত স্থানে পশু কোরবানি করা, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা সহ অন্যান্য গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, ওসি মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কেন্দ্রিয় ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল,ছোটদাপ ঈদগাহ কমিটির সা. সম্পাদক নুরল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার রাশেদুল হক প্রমুখ। প্রস্তুতিমুলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, বিভিন্ন ঈদগাহ ময়দানের ইমাম, ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।