Subscribe our Channel

আজ ২১ অক্টোবর বুধবার জননেতা রৌফ চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালন

বোচাগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধিঃ
ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রতিমন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের একাধিক বার সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি প্রয়াত জননেতা আব্দুর রৌফ চৌধুরীর ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ ২১ অক্টোবর বুধবার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ , আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে । আব্দুর রৌফ চৌধুরী ছিলেন বোচাগঞ্জবাসীর জন্য সত্যিকারের অভিভাবক। দল, মত নির্বিশেষে তিনি সকলকে মূল্যায়ন করতেন। তার কৃতকর্ম এখনও মানুষের মনে নাড়া দেয় বলেই তিনি মানুষের মাঝে এখনও বেঁচে আছেন। তিনি মন্ত্রী থাকাকালীন কাহারোল -বীরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য হয়েও এই প্রয়াত জননেতা সেতাবগঞ্জবাসীকে আগে মূলয়্যায়ন করেছিলেন। তার সাথে যদি সেতাবগঞ্জের মানুষ যদি দেখা করতে যেত তিনি সবার আগে তার সাথেই দেখা করতেন এবং এমন কিছু ঘটনা আছে যে,২৪ ঘন্টার মধ্যেই কাজ করে দিতেন, খোঁজ-খবর নিতেন। তার উদাহরণ স্বরূপ ঢাকা শ্যামলীতে ঢাকা শ্যামলীতে এমসিএল এন্টারপ্রাইজের টেলিফোন লাইন সংযোগ স্থাপন করে দিয়েছেন এবং খোঁজ-খবর নিয়েছেন। যারা এই মানুষটির দ্বারা উপকৃত হয়েছে তারা এই মানুষটিকে কী করে ভুলবে। তার একটি গুণ ছিল তিনি হাট-বাজারে যখন যেতেন সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করতেন এবং পরিবারের খোঁজ-খবর নিতেন। এমনকি তিনি প্রায় সকলকেই চিনতেন। এরকম গুণী নেতা কী আর আমরা পাবো? এই নেতার ওপর বিএনপি জোট -সরকারের আমলে ২০০২ সালে ১৫ আগষ্টে হরতাল চলাকালীন সময়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী কার্যালয়ে গিয়ে পুলিশ হামলা চালায়। বর্তমান সভাপতি আবু সৈয়দ হোসেন বলেন,উনি অসুস্থ মানুষ উনাকে আর মারবেন না আমাদেরকেই মারেন।কিন্তু পুলিশ রক্তাক্ত অবস্থায় আব্দুর রৌফ চৌধুরী সহ নেতাকর্মীদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করে।সেখানে আন্দোলনের চাপে রৌফ চৌধুরীকে সে রাতেই মুক্তি দেয়া হয় এবং বাকী নেতাদের কয়েকদিনের মধ্যে মুক্তি দেয়া হয়।মিথ্যা মামলা ও ওসি্ প্রত্যাহারের দাবিতে বোচাগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। ওসি প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে। শেষ পর্যন্ত বিক্ষোভের চাপে ওসি প্রত্যাহার হয়। এভাবে আব্দুর রৌফ চৌধুরী অনেক নির্যাতন সহ্য করেও তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে রেখেছিলেন বলে তার সুফল ভোগ করছেন।প্রয়াত জননেতা আব্দুর রৌফ চৌধুরীরকে রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বিলবোর্ডের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।
এদিকে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মসূচীঃ
সকাল ৮ টাঃআওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ।
সকাল ৯টাঃ মরহুমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশগ্রহণ।
সকাল ১১টাঃ বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে স্মরনসভা অনুষ্ঠিত হবে ।
পিতার স্মরনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এছাড়াও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিমদের জন্য দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ্য, তিনি ১৯৩৯ সালে ২৮ শে ডিসেম্বর সেতাবগঞ্জ ধনতলা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এবং ২০০৭ সালের ২১ অক্টোবর আকস্মিকভাবে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *