নিজস্ব প্রতিবেদক :
আজ রাজধানীতে সকাল বেলা হতেই আকাশ মেঘাচ্ছন্য । সকাল থেকেই সূর্যের দেখা মিলছে না ।
এ সময় দেশের পশ্চিম/দক্ষিণ-পশ্চিমের হিমেল হওয়া বাড়িয়ে দিয়েছে শীতেরিএই অনুভূতিটি।
এসময় আজ ২০ জানুয়ারি সকঅর ১১:৪৫ সময় হালকা ভাবে বৃষ্ট্রি হয়েছে রাজধানীর ঢাকায় ।
এ সময় সকাল ৯ টায় ২৪ ঘন্টার পূর্বাভাসে পাওয়া তথ্যে আজ হালকা বৃষ্টি হতে পারে ।