
ধর্ম ডেক্স : মহান আল্লাহতাআলার অশেষ রহমতের সুমধুর ধ্বনি আজান । এবং সেই সরলা কন্ঠে আজানটি অবিশ্বাস্য হলেও সত্যি পৃথিবীজুড়ে মুহূর্তের জন্য বন্ধ হয় না এই আজানের ধ্বনিটি। পৃথিবীর ভৌগলিক অবস্থান বিবেচানা করলে ইন্দোনেশিয়া থেকে শুরু হয় আজানের ধ্বনিটি এবং সেটি শেষ হয় পৃথিবীর শেষ প্রান্তের মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাতে। আজানের আহ্বানটি ক্রমানুসারে চলতে সাকে নামাজের জন্য । আজান ইসলামের জন্য প্রথম এবং প্রধান ইবাদত নামাজের জন্য আহ্বান করা।