Subscribe our Channel

অভয়নগরে আগুন লেগে বসত ঘর পুড়ে ছাই

মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বারইপাড়া গ্রামের মৃত অপূর্ব দাসের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার আনুমানিক গভীর রাতে এই ঘটনাটি ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীরা জানায়, বারইপাড়া মহললার মৃত অপূর্ব দাসের বসত ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাড়িতে থাকা টাকা, আসবাবপত্র মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসময় তাদের পরিবারে লোকজনের চিৎকারে স্থানীয়রা প্রতিবেশিরা ছুটে আসে। তারা পানি দিয়ে আগুন নিভাতে চেষ্ঠা করে। এরপর খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে আসে। এবং তারা আগুন নিভাতে চেষ্ঠা করে নিয়ন্ত্রণে আনে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার টিটব শিকদার জানান, প্রেমবাগ এলাকা থেকে বসত ঘরে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনা স্থানে পৌছায় । এবং আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি ভাবে আগুনের সুত্রপাত জানা যায়নি। ক্ষতির পরিমান নগদ ৬০ হাজার টাকা ও বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূল্যে ২ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *