
নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবের স্বাস্থ্যখাতে কর্মরত অবস্থায় মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রিয়াল (এক কোটি ১২ লাখ টাকা)দিবে কতৃপক্ষ।গত মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি ও সামরিক-বেসামরিক প্রতিষ্ঠানে কর্মরত দেশের কিংবা দেশের বাইরে থেকে আসা যে কোনো কর্মীর মৃত্যু হলে পরিবার এ সুবিধা পাবে। চলতি বছরের ২ মার্চের পর করোনা মোকাবিলায় মৃত্যু হলে পরিবার এ অর্থ পাবে।