Subscribe our Channel

যুবলীগ ও বিএনপি’র সংঘর্ষে ৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক- চট্টগ্রাম :

চট্টগ্রামের মোহরা নামক এলাকাতে যুবলীগ এবং বিএনপি’র মাঝে ্সএকটি ঘর্ষের ঘটনা ঘটে।  এসময়  উভয় পক্ষের  আনুমানিক ৩ জন নেতাকর্মী আহত হয়েছে। গতকাল ২ জানুয়ারি রাত আনুমানিক ৮ :৩০ সময়  মোহরা কামালবাজার নামক এলাকাতে উক্ত  ঘটনাটি ঘটে।

 

এলাকার স্থানীয় দের সাথে কথা বলে জানা যায়, গতকাল আনুমানিক রাত ৭টার সময়  বিএনপির কাউন্সিলর প্রার্থী এবং চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজমের বাসভবনে সাংগঠনিক বৈঠকে গেলেন বিএনপি’র মেয়র প্রার্থী শাহাদাত হোসেন।

এমনকি সেখানে বিএনপি;র কর্মীরা মিছিল করার সময় স্লোগান দেয়া নিয়ে পথেই যুবলীগ এর কর্মীদের সাথে এক বিরোধ সৃষ্টি হলে এতে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে  শুরু হয় ।

 

এসময় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আতাউর রহমান খন্দকারজানালেন, বিএনপি;র কর্মীরা মিছিল করার সময় স্লোগান দেয়া নিয়ে পথেই যুবলীগ এর কর্মীদের সাথে এক বিরোধ সৃষ্টি হলে এতে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে  শুরু হয় আহতদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এখন বর্ত মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *