Subscribe our Channel

ভারতে ওডিশা রাজ্যে হলুদ কচ্ছপের সন্ধান

আন্তর্জাতিক ডেক্স :  ভারত দেশের উত্তরাঞ্চলে ওডিশা রাজ্যের দিকে  আবাদি জমি থেকে  ১ টি হুলদ রঙয়ের কচ্ছপ  খুঁজে পেলেন  ঐ এলাকার বসবাসরত এক কৃষক। তবে বিশেষজ্ঞ দের মতে সাধারণত হলুদ হয় কচ্ছপ না তবে এাট একটি বিরল ঘটনায় পরিনত হলো । তবে কোনো কারণে গাত্র বর্ণ পরিবর্তনের মাধ্যমে কচ্ছপটির রঙ হয়তো  এমন হয়েছে বলে জানিয়েছে – সূএ : সিএনএন

ঐ এলাকার এক  বন কর্মকর্তা সুশান্ত নন্দ সিএনএনকে  জানায়- গত রোববার ওডিশার বালাশোর জেলাতে সূজনপুর গ্রামের বাসিন্দা বাসুদেব মহাপাত্র তার ফসলি জমি দিয়ে হেটে যায়ার সময় কচ্ছপটি দেখতে পেলে সেটি তুলে বাড়িতে নিয়ে আসলেন। পরবর্তীতে তিনি  এটিকে  বন কর্মকর্তাদের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *