Subscribe our Channel

বেস্ট বাই এবার রংপুরে

রংপুর নিজস্ব প্রতিবেদক :

 

দেশের  রংপুর বাসিদের মধ্যে দুস্থ ও শীতার্ত পরিবার, সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেখানকার স্থানিয় গৃহস্থালি সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্রটি তারা প্রচারে নাম করনে   ‘বেস্ট বাই’ নামে সংগঠনের নামেপ্রচারনা শুরু করেছেন ।

 

এ সময়ে রংপুর গঙ্গাচড়া নামক এলাকাতে ৫০০ জন্য দরিদ্র পরিবার গুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

 

এ সময়  ‘বেস্ট বাই’-এর পক্ষ থেকে হেড অব মার্কেটিং দ্বায়িত্বরত কর্মকর্তা দেওয়ান মো. মেহেদী হাসান জানালেন, এই এলাকাতে ‘শীতবস্ত্র না থাকার কারনে অসহায় দরিদ্র মানুষেরা শীতের সময় অনেক কষ্ট করে তাদের জবিন কাটিয়ে থাকেন ।

 

তাদের এই কষ্টে কিছুটা হলেও পাশে দারাতে পেরে  সমাজের লোকজনদের কিছু দিতে পেরে আমরা মনে করছি নিজেদের কিছুটা হলেও দায়বদ্ধতা থেকে আমরা রংপুর বাসির সেই হত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম ।

 

এমনকি সামনের দিনগুলোতে আশা করছি এ সকল সামাজিক কাজে অবশ্যই আমরা পাশে থাকার চেষ্ট করবো ।

 

উক্ত বিতরনি অনুষ্ঠানে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এর উপদেষ্টা সুপ্রিতা পাল এবং বেস্ট বাই-এর নর্থ জোনের ইনচার্জ মাহিদুল ইসলাম সহ এই কোম্পানিটির আরো ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *