Subscribe our Channel

দুনিয়ার বড় খেতাব অস্কার যারা পাচ্ছেন

বিনোদন ডেক্স : বিশ্বের চলচ্চিত্র প্রেক্ষাপটে  সব চেয়ে বড় খেতাবটি অস্কার।চলচ্চিত্র  রূপালি জগতের অসাধারণ সকল গুণী পরিচালক, অভিনেতা, এমনকি লেখকদের কাজ গুলোকে সম্মানের সহিত ভূষিত করা হয়ে থাকে  এই  অস্কার পুরস্কার দিয়ে।  সেটি সকল গণমাধ্যমের জন্য  পুরনো একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 এবার দেখে নিন অস্কারে  সেই ব্যাক্তিদের তালিকা :

সেরা যেই ছবি : ‘জুডাস এন্ড দ্য ব্ল্যাক মসীহ’ (ওয়ার্নার ব্রোস), ‘মা রাইনিস ব্লাক বটম’ (নেটফ্লিক্স),  ‘দ্য ফাদার’ (সনি পিকচার ক্লাসিকস), ‘মাঙ্ক’ (নেটফ্লিক্স), ‘মিনারি’ (এ ২৪), ‘ওয়ান নাইট ইন মিয়ামি’ (অ্যামাজন স্টুডিওস), ‘নোম্যানলেন্ড’ (সার্চলাইট পিকচার) ।

সেরা যেই পরিচালকগন চল জাহাও (নোম্যানল্যান্ড – সার্চ লাইট পিকচার) , ডেভিড ফিনিচার, (মাঙ্ক – নেটফ্লিক্স), রেজিনা কিং (ওয়ান নাইট ইন মিয়ামি – অ্যামাজন স্টুডিওস),  ফ্লোরিয়ান জেলার (দ্য ফাদার – সনি পিকচার্স ক্লাসিকস),শাকা কিং (জুডাস এন্ড দ্য ব্ল্যাক মসীহ – ওয়ার্নার ব্রোস)।

সেরা যেই অভিনেতারা : দেলরয় লিন্ডো, অ্যান্টনি হপকিন্স,  টম হ্যাঙ্কস, গ্যারি ওল্ডম্যান, ড্যানিয়েল কালুয়া ।

সেরা যেই অভিনেত্রীগন : ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, ভায়োলা ডেভিস, ভেনেসা কার্বি, রাচেল জেগেলার , মিশেল ফেফার।

সেরা যেই পার্শ্ব অভিনেতাগন : আরিয়ানা ডিবোস, অলিভিয়া কলম্যান, সাওরেসি রোনান, আমন্ডা শেফ্রিড,অড্রা ম্যাকডোনাল্ড।

সেরা যেই পার্শ্ব অভিনেত্রীগন :  আরিয়ানা ডিবোস, অলিভিয়া কলম্যান, সাওরেসি রোনান, আমন্ডা শেফ্রিড, অড্রা ম্যাকডোনাল্ড ।

সেরা যেই মূল চিত্রনাট্যকেরা :  কেম্প পাওয়ারস (সোল – পিক্সার),  উইল বেরসন, শাকা কিং, জ্যাক ফিনিচার (মাঙ্ক – নেটফ্লিক্স), লি আইজাক চুং (মিনারি – এ টুয়েন্টি ফোর), কেনি লুকাস (জুডাস এন্ড দ্য ব্ল্যাক মসীহ – ওয়ার্নার ব্রোস), এলিজা হিটম্যান (নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েস – ফোকাস ফিচারস), পিট ডক্টর, মাইক জোন্স, কিথ লুকাস  ।

সেরা যেই অ্যানিমেটেড সিনেমা :  ‘ওল্ফ ওয়াকারস’ (অ্যাপল টিভি + জিকেআইডিএস),   ‘ওভার দ্য মুন’ (নেটফ্লিক্স), ‘অনওয়ার্ড’ (পিক্সার),  ‘সোল’ (পিক্সার),কানেকটেড’ (সনি ছবি), ।

এমনকি সেরা যেই সিনেমাটোগ্রাফি, সেরা তথ্যচিত্রেও নিজেদের অগ্রিম পছন্দের কথা জানালেন ভ্যারাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *