Subscribe our Channel

আমি ফুরিয়ে যাচ্ছি….

শামীয়ারা পারভীন দীপ :

একটু একটু করে ফুরিয়ে যাচ্ছি,
খরচ হয়ে যাচ্ছি ;
একটু একটু করে হারিয়ে যাচ্ছি,
সময়ের মত,
সঞ্চিত সম্পদের মত
প্রাগৈতিহাসিক সভ্যতার মত।
ক্রমাগত হারাচ্ছি তাপ-
জুড়িয়ে যাচ্ছি সূর্যের মত।
চাঁদের মত ফতুর হয়ে যাচ্ছি,
উজাড় হচ্ছি অরণ্যের মত
গলে যাচ্ছি  বরফের মত
শুকিয়ে যাচ্ছি নদীর মত।
শুধু ফতুর হচ্ছি,শুধু  খরচ হচ্ছি।
রক্তে-মাংসে কয়েদী মানুষ তবু নিরন্তর  ছুটছি।
অথচ খরচ হতে চাই না,
ফুরিয়ে যেতে চাই না
বৃদ্ধি  পেতে চাই।
ছড়িয়ে যেতে চাই –
বৃক্ষের মত ডালপালা  মেলে
ছাড়িয়ে  যেতে চাই মহাকাল।
তবে কবে থামবে এই ছুটে চলা?
কবে শেষ হবে এই খরচ হওয়ার খেলা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *