Subscribe our Channel

নির্বাচনে কোন দল এলো, এলো না তা দেখার দায়িত্ব আ’লীগের নয়  :আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি(নেত্রকোনা) : আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।তিনি বলেন, নির্বাচন নিয়ে কথা বলে কোনো লাভ নেই। নির্বাচনে কোন দল এলো, কোনো দল এলো না তা দেখার দায়িত্ব আওয়ামী লীগের নয়। তা দেখবে নির্বাচন কমিশন।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়্যুথ ক্যাম্প ও ডা. আকলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।মুখ্য আলোচক ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *