Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে বিএনপির জরুরি সভায় নেতাকর্মীদের কঠোর ভাবে হুঁশিয়ারি 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে ঠাকুরগাঁওয়ে জরুরি সভা করেছে বিএনপি। এসময় দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত না হতে আহ্বান জানানো হয়।শনিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের কালিবাড়ীর মির্জা রুহুল আমিন মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।সভায় বিএনপি নেতারা বলেন, কোনো চাঁদাবাজ বা নাশকতার সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা থাকলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এসময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *