Subscribe our Channel

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। এ বিষয়ে শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি জানান, গত ২৯ আগস্ট বৃহস্পতিবার “বীরগঞ্জ টিভি” নামের একটি ফেইসবুক পেইজে “বীরগঞ্জে আশ্রয়ণে ঘর দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা” শিরোনামে একটি ভিডিও আমার দৃষ্টি গোচর হয়েছে। ভিডিওটি দেখে আমি হতবাক! ক্ষুব্ধ, মর্মাহত, লজ্জিত ও বিষ্মিত। উক্ত ভিডিওতে সাদেকুম ইসলাম বক্তব্যে বলেন ভূমিহীন হওয়া সত্বেও কোন ঘর পায় নি সে।

কিন্তু ইতিপূর্বে সাদেকুম সহ তার ১ম স্ত্রী রোমনা বেগমের নামে সরকারি ১টি ঘর বন্দোবস্ত এবং তাদের দুই ছেলে মতিউর ও রাবিউলকে ২টি ঘর বন্দোবস্ত দেওয়া হয়। বর্তমান তিনি তার ২য় স্ত্রী সহ আরেকটি ঘর বন্দোবস্ত চাচ্ছে, যা আইন বহিঃভূত। ভিডিওতে সাদেকুম ইসলাম আরো বলেন, সম্প্রতি তাকে আশ্রয়ণে ঘর দেওয়ার কথা বলে আমার নাম ব্যবহার করে কে বা কাহা টাকা চেয়েছে, যা সম্পূর্ন্ন রূপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। ইউনিয়ন বাসীর কাছে আমার সম্মান ও জনপ্রিয়তা বিনষ্ট করার জন্য একটি কুচক্রি ও স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় মিথ্যা ঘটনা সাজিয়ে তারা হীনমন-মানসিকতার পরিচয় দিচ্ছে এবং এই মিথ্যা সংবাদটি তার প্রমাণ। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও ভবিষ্যতে এই রূপ ভিত্তিহীন মিথ্যা সংবাদ পরিবেশন হতে বিরত থাকার জন্য বীরগঞ্জ টিভি কতৃপক্ষ এবং সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *