Subscribe our Channel

বোচাগঞ্জে কান্ট্রি ডিরেক্টর, গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক প্রসূতি কেন্দ্র উদ্বোধন

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) নিজস্ব সংবাদদাতাঃ

দিনাজপুরের বোচাগঞ্জে কান্ট্রি ডিরেক্টর, গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক কোইকা-জিএনবিসি এইচ ডব্লিউ প্রকল্পের ২৪/৭ নিরাপদ প্রসূতি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার সাড়ে ১১টায় উপজেলায় নাফানগর ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২৪/৭ নিরাপদ প্রসূতি কেন্দ্র প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন নেইবারস বাংলাদেশ এর কোইকা-জিএনবিসি এইচ ডব্লিউ প্রকল্পের কান্ট্রি ডিরেক্টর এম.মাঈনউদ্দিন মাইনুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ এর প্রোগ্রাম ডিরেক্টর আনন্দ কুমার দাস, বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো.জুলফিকার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মো: সায়েদুজ্জামান, উপজেলার এমসিএইচ-পরিবার পরিকল্পনা এমও ডাঃ শাহ শামীমা আলম, প্রকল্প ম্যানেজার কর্নেলিউস দালবৎ। এসময় অন্যান্য কর্মকর্তাগন সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এর যৌথ আর্থিক- সহযোগিতায় জিএনবি’র কোইকা-জিএনবিসি এইচ ডব্লিউ প্রকল্প২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য দিনাজপুর জেলার বোচাঁগঞ্জ উপজেলার ১নং নাফানগর ও ২নং ইশানিয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *