Subscribe our Channel

ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপু :

রফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজের পর শহরের শেরে বাংলা পার্কের সামনে থেকে পঞ্চগড় জেলা সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এস শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুয়ত ও সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি কারী মোঃ আব্দুল্লাহ, সম্মিলিত খতমে নবুওত পঞ্চগড়ের সহ -সভাপতি মাও.আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ ধর্মপ্রাণ মুসলিরা। এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সকলকে আহবান জানান। তারা আরও বলেন, ফ্রান্সের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। সারা বিশ্বে যতবার হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করা হয়েছে জাতিসংঘ তার কোন বিচার করেনি। মুসলমানদের কে সারা বিশ্বে নির্যাতন করা হচ্ছে জাতীসংঘ এর বিচার করে না। তারা নিরব দর্শক হয়ে থাকে। ফ্রান্সের পন্য বর্জন করার জন্য সরকারের কাছে দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *