মোঃ তোতা মিয়া পঞ্চগড়: সাফ বিজয়ী গোলরক্ষক ইয়ারজান বেগম, তিন মাস পর আজ শনিবার দুপুরে হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দী গ্রামের নিজ বাড়িতে ফিরেছেন। ইয়ারজান বেগম, তার আগেই বাড়ি ফেরার কথা ফেসবুকের মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন দেশবাসীকে। সকাল থেকে ইয়ারজানকে দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছিল এলাকাবাসী, ঢাকা থেকে পঞ্চগড়ে এসে পৌছালে টুকু ফুটবল একাডেমি কোর্স ইয়ারজানকে গাড়ির বহরের মাধ্যমে তার গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তিন মাস পর ইয়ার জান কে দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে মা বাবা সহ প্রতিবেশীরা। এ সময় বাংলার মুখ উজ্জ্বলকারী বাঘিনী গোলকিপার ইয়ারজান কে ফুলের শুভেচ্ছা জানাতে আসেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ। সেই সাথে নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন , বলেন পঞ্চগড়ের প্রশাসন সব সময় তোমার পাশে থাকবে তুমি আরো ভালো খেলে এগিয়ে যাও। গরিব বাবার মেয়ে ইয়ারজান বেগম তার মেধা এবং দক্ষতা দিয়ে টুকু ফুটবল একাডেমীর সহযোগিতায় আজ সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হয়েছে তার বাড়িতে আজ হাজার হাজার মানুষের ভিড়।
এ সময় ইয়ার জানের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বলেন আজ আমার মেয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে এর মত চাওয়া পাওয়া আর কিছুই থাকতে পারে না আমার বাড়িতে নামিদামি মানুষের পায়ের ধুলো এভাবে আর কখনো পড়ে নাই। এটা আমার মেয়ের অবদান আল্লাহ আমার মেয়ের হায়াত দারাজ করুক সে যেন আরো ভালো ভালো খেলে দেশের সুনাম অর্জন করতে পারে। অন্যদিকে ইয়ার জান বেগম, এর বাড়ি সরকারিভাবে পাকা করনের কাজ চলছে। এসময়ীজনের বাসায় উপস্থিত ছিলেন, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরী আলম, হাড়িভাসা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ওসমান আলী, উপস্থিত ছিলেন হাড়িভাসা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাকির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।