জ্যেষ্ঠ প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট । গত কালের সর্বোচ্চ তাপমাত্রা (রাঙ্গামাটি) ৪০ ডিগ্রি সেলসিয়াস গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া) ২০.৪ ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া) ২১.৪ ডিগ্রি সেলসিয়াস আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রংপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।