মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জের রামপালে ৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রামপালের খানকা দালালপাড়া এলাকায় ফসলি জমি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।জমির মালিক মৃত আফছান দেওয়ানের ছেলে মো. রিপন জানান, ১০ এপ্রিল খানকা দালালপাড়া এলাকার ফসলি জমিতে মাটি কাটার সময় কৃষক খোরশেদ মাটির গভীর থেকে মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করেন।
পরে বিষয়টি জানাজানি হলে ভয় থেকে পুলিশকে খবর দেন ওই কৃষক।হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এনামুল হক জানান, খবর পেয়ে ফসলি জমির রাস্তার পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।