
মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ২দিন ব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি।
এসময় ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন রায়, সকল ইউপি সদস্যগণ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দিলিপ কুমার রায়, শতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসেক ফয়সাল এলিন সহ যুবলীগ নেতা সাজু হায়দার উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, এই ইউনিয়নে ৬ হাজার ৩শ ৬৪ জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।