মো. তোফাজ্জ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ডলার প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের ধুলাউড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কুঠিপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে মোঃ লিটন (২৫), একই গ্রামের রমজান আলীর ছেলে মোঃ শাকিল শেখ(২৮) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শালবাড়ী ঘাট গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে মোঃ শামিম (২৭)।
রবিবার দুপুর তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আমার নেতৃত্বে এএসআই সিরাজুল আওলাদ সুমনসহ সঙ্গীয় পুলিশের একটি টিম ধুলাউড়ী এলাকার স্থানীয়দের সহযোগিতায় ডলার প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৬০টি এক হাজার টাকার জাল নোট, ১০১টি এক ডলারের জাল নোট, রেজিস্ট্রেশন বিহীন এনএস ১২৫ সিসি বাজাজ কোম্পানীর পুরাতন এ্যাশ কালারের ১টি পালসার মোটরসাইকেল ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়। পরে বীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১, ০১-০৯-২০২৪ইং।