Subscribe our Channel

তেতুঁলিয়ায় সমতল ভূমি এখন ডাহুক নদীর গর্ভে

পঞ্চগড় জেলা প্রতিনিধি : সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এই জেলার তেঁতুলিয়া উপজেলায় চলছে দিন রাত সমতল ভূমির গভীর থেকে পাথর উত্তোলন এতে ফসলি জমি এখন নদীতে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় দের। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে পাথর খেকোরা নদীর পাড় ভেঙ্গে পাথর উত্তোলন করতে দেখা গেছে এতেকরে ফসলি জমি নদীতে পরিণত হয়েছে এজেনো শুভঙ্করের ফাঁকি ,কেউ কিছু বলছে না তাদের। এসব পাথর খেকোরা পাথরের সন্ধান পেলে সমতল ভূমির উপরে যাই থাকনা কেনো পাথর খেকোরা শেখান থেকে পাথর উত্তোলন করবেই । এ ভাবেই সমতল ভূমি আস্তে আস্তে আজ নদীতে পরিণত করছে কমে যাচ্ছে ফসলি জমি।

জানাযায় ডাহুক নদী থেকে যারা পাথর উত্তোলন করছে তারা কেউই গরিব নয়, বিলাস বহুল মটরসাইকেলে চড়ে, পাথর উত্তোলন করতে আসে,এদের বাড়ি ঘর সবার আধাপাকা। অন্যদিকে এদের কাছ থেকে যারা পাথর ক্রয় করেন তারা সকলেই কোটি পতি এদের নেতৃত্বেই ডাহুক নদী থেকে পাথর উত্তোলন চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *