খেলাধুলা প্রতিবেদক : গুণী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এর আগেও বেশ কয়েকবার বলেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে পরিস্থিতি বুঝে খেলার প্রবণতা কম। তারা মাথা খাটিয়ে খেলতে পারেন না। সালাউদ্দিনের আসল হতাশা, ক্রিকেটারদের গেম সেন্স নিয়ে।সেই হতাশা এখনও মনের মধ্যে রয়ে গেছে তার। ভালো করতে না পারলেই কেন উইকেটের অজুহাত? বিষয়টা মানতে পারেন না সালাউদ্দিন।চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে গতকাল শুক্রবার অবশ্য তার দলের ব্যাটাররা খারাপ করেননি। ভালো খেলেই জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সালাউদ্দিনের ভাবনাটা শুধু একটি দল নিয়ে নয়, পুরো বাংলাদেশের ক্রিকেট নিয়ে।ম্যাচজয়ের পর এক কথা-দু’কথায় উঠে এলো এসব প্রসঙ্গ। যেহেতু তিনি কোচ, সমস্যা ও সমাধান নিয়ে সবসময়ই ভাবতে থাকেন।সেই ভাবনা থেকেই যেন সালাউদ্দিন বললেন, ‘উইকেট যেমনই থাকুক, এ ধরনের উইকেটে তো আমাদের খেলার অভ্যাস আছে। আমরা যদি উইকেটের অজুহাত দেই, উইকেট ভালো না… যদি ব্যাটাররা না পারে, তবে আমি বলব সে বড়সড় ভুল করছে।’‘উইকেট যদি ১২০ রানের মতো হয়, তবে সেভাবেই খেলো। ২০০ রানের হলে সেভাবেই খেলো। যদিও আমাদের ছেলেদের মধ্যে ৯০ ভাগ ব্যাটারেরই সেই ম্যাচিউরিটি আসেনি। সেটা কবে আসবে, আমি জানি না। একটু ডিপলি চিন্তা করলে তারা হয়তো এটা ওভারকাম করতে পারবে।’‘তারা যদি চেষ্টা করে, তারা আস্তে আস্তে শিখে যাবে। কিন্তু অনেক সময় হয় কি, উইকেট খারাপ দেখলে আমরা নেগেটিভ ফ্রেমে চলে যাই। আমাদের বেশিরভাগ ছেলে। ওটাকে কিভাবে পজিটিভলি দেখতে হয়, সেটা পারে না। তার দোষ দিয়ে লাভ নেই, আসলে এটাও একটা শিক্ষার ব্যাপার। আস্তে আস্তে হবে। তবে এই জায়গাটা নিয়ে আমিও খুব হতাশ। কবে এটা ঠিক হবে আমিসহ অন্য কোচরা চিন্তা করি। আমরা চিন্তা করি কীভাবে তাদের মেন্টাল সাইডগুলো একটু বেটার করা যায়’-বললেন সালাউদ্দিন।পরে অবশ্য ক্রিকেটারদের ওপর একটু নরমও হলেন অভিজ্ঞ এই কোচ। সমস্যাটা কোথায়? সেটাও ব্যাখ্যা করলেন, ‘আসলে ছোটবেলা থেকে হয়তো ওভাবে তৈরি হয়নি। এছাড়া একটা বড় জিনিস হলো টুর্নামেন্ট খেলি আমরা মাত্র একটা। যারা প্লে অফে যাবে না তারা হয়তো ১২টা ম্যাচ খেলবে। এর মধ্যেই তাকে শিখতে হবে।
এর বাইরে তো কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। যদি লোকাল কোনো টুর্নামেন্ট হতো, তখন কিন্তু সে অনেক কিছু শিখে আসতো।’‘এখন হঠাৎ করে বিশ্বের বড় বড় খেলোয়াড়দের মধ্যে খেলতে হচ্ছে, চাপের মধ্যে। সে তো ভুল করবেই। ভুল করাটাই স্বাভাবিক। যদি আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ, টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতো তবে আরও ম্যাচিউরড হতো’-সমাধানটাও বাতলে দিলেন সালাউদ্দিন।