Subscribe our Channel

দীর্ঘ ৮৪ ম্যাচ খেলাটি রেকর্ড গড়ে ‘বিশ্রামে’ গ্রিজম্যান!

খেলাধুলা প্রতিবেদক : ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার আন্তোনিও গ্রিজম্যানের খেলার মান, কৌশল নিয়ে কারো সন্দেহ নেই। ২০১৮ বিশ্বকাপ জয় এবং ২০২২ সালে ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে তুলে দেয়ার নায়ক ছিলেন তিনি। ফ্রান্স জাতীয় দলের হয়ে একটানা ৮৪টি ম্যাচ খেলেছেন তিনি।অবশেষে গোড়ালির ইনজুরির কারণে ‘বিশ্রামে’ যেতে হচ্ছে ফ্রান্সের এই অভিজ্ঞ ফুটবলারকে। আগামী সপ্তাহেই জার্মানি এবং চিলির বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারবেন না গ্রিজম্যান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।টানা ৮৪টি ম্যাচ খেলার রেকর্ড বিশ্বের আর কোনো ফুটবলারের নেই।

এই রেকর্ডটি একমাত্র গ্রিজম্যানের দখলেই। ফ্রান্সের হয়ে মোট ১২৭টি ম্যাচ খেলেছেন তিনি। দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ গোল (৪৪টি) করেছেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা ৩২ বছর বয়সী এই ফুটবলারের পরিবর্তে ফ্রান্স দলে সুযোগ পেয়েছেন মাতেও গুয়োনদোজির।২৪ বছর বয়সী গুয়োনদোজি খেলেন ইতালিয়ান সিরি-আ ক্লাব ল্যাজিওতে। ফরাসি ক্লাব অলিম্পিক ডি মার্শেই থেকে অবশ্য লোনে তিনি গিয়েছেন ল্যাজিওতে।আগামী শনিবার পার্ক অলিম্পিক লিওনিসে জার্মানি এবং ২৬ মার্চ স্ট্যাডে ভেলেড্রোমে চিলির বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *